মালদা

পঞ্চায়েত ভোটের আগে দলের সদস্যদের মনোবল চাঙ্গা করতে সফর মমতার

নিজেদের দলের সাংগঠনিক শক্তিকে শক্তিশালী করতে পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল ঝাপিয়ে পড়েছে ময়দানে। বেশ কিছুদিন আগে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় নিজেদের দলের প্রচারে এসেছিলেন অখিল ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহ। এর রেস কাটতে না কাটতেই উত্তরবঙ্গের সফরে এলেন তৃণমূল সুপ্রিমো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার সফরকে ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছিল শহর জুরে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ২৮ মিনিটে শতাব্দী এক্সপ্রেসে মালদায় এসে পৌছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার মালদার গৌড় ভবনে তিনি রাত্রি যাপন করেন। এরপর বুধবার সকালে তিনি গৌড় ভবন থেকে বেড়িয়ে এয়ারপোর্টের উদ্দেশে রওয়ানা দেন। সেখান থেকে তিনি যাবেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। সেখানে তিনি প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন এবং রাতে ফিরে আসবেন মালদায়। ৪ঠা মে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বেলা ১ টা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি বৈঠক করবেন। পরে তিনি বেলা ৩ টায় মালদা ডি এস এ ময়দানে একটি জনসভা করবেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মালদা শহরকে।